এখন আমি কি করবো?
আমি যখন ভার্সিটি এর সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বন্ধুর ছোট ভাইয়ের সাথে আমার ফেসবুকে এড হয়, আমি ওরে জ্বালাইতাম ফেসবুকে। এভাবে জ্বালানোর এক পর্যায় ওর এক মেয়ে ফ্রেন্ড আমার কমেন্টসে আমার সাথে জগড়া করতো, আমার সব কমেন্টসেই ও পঁচানোর চেস্টা করতো। তখন ওই মেয়েটা ক্লাস সিক্সে পড়ে। একদিন আমি ওরে ম্যাসেজ করে বললাম সমস্যা কি?? তারপর থেকে আমাদের ম্যাসেজেই জগড়া হইতো....
এভাবে জগড়া হইতে হইতে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গেলো, মেয়েটা ছোটো হিসেবে আমি ওরে অনেক আদর করতাম, ও হাজারটা সমস্যায় পড়তো আর আমি সমাধান দিতাম, বুঝাইতাম। মন খারাপ হইলে জোক্স শুনাইতাম, ছড়া শুনাইতাম।
ও বাচ্চা হিসেবে হাজার পাগলী টাইপস এর আবদার করতো আর আমিও রাখতাম.......
ওর সাথে দিন দিন কথা বলা বাড়তেই থাকলো, আমি আর ও ভালো বন্ধু হয়ে উঠলাম, একজন একজন কে তুই করে বলা শুরু করলাম এভাবে প্রায় দেড় বছর চললো। ও যখন ক্লাস এইটে উঠলো ও পড়া না বুঝার কথা বলে সারাক্ষন আমাকে ফোন দিতো, আমিও ওরে পড়াইতাম, সত্য কথা হচ্ছে আমার এইগুলা করতে অনেক ভালো লাগতো, আর আমি মেয়েটাকে ভালোবেসে ফেলছিলাম, কিন্তু কখনো বলি নাই। আর ওরে আমি এই ২বছরে একবারো দেখিনাই।
এভাবেই চলতে লাগলো। সাত মাস আগে মেয়েটা বললো ও আমাকে ভালোবাসে, আমি প্রথমে বুঝাইছি তুই ছোটো, আরো বড় হও, এটা সেটা.....
কিন্তু ও শুধু বলতেছিলো আমি বাসি কিনা??
এক পর্যায়ে আমিও হ্যা বলে দিছি।
তারপরেই আমাদের দেখা করার ইচ্ছাটা আসলো, এক দু বার দূর থেকে দেখাও করছি।।।।।।।।।।
এরপরেই জানতে পারলাম মেয়েটার বাড়ি আমাদের গ্রামের পাশে আর মেয়ের বাবা বাংলাদেশের অনেক প্রভাবশালি ব্যাক্তি (কিছুটা ভয় পেয়েছি কিন্তু থেমে যাই নি)
মেয়েটার সাথে লাস্ট যখন দেখা করছি মেয়েটা আমার সামনে এসে দাড়াইছে আর ওর দুলাভাইয়ের হাতে ধরা খেয়ে গেছে, উনি ভদ্র মানুষ আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে চলে গেছেন, তারপরে মেয়েটার মাকে বলে দিছে, আর ওর মা আমার সব তথ্য বের করে আমাকে অনেক হুমকি দিয়েছে, আমার বাসায়ও অনেক হুমকি পাঠাইছে। ওনাদের ক্ষমতা সবাই জানে তাই আব্বু আম্মুও অনেক ভয় পেয়ে গেছে আর আমাকে রুমে বন্ধি করে রাখছে, আমাদের ২দিন কথা হয় নি, মেয়েটা নিজের হাত কেটে সুইসাইডের চেস্টা করছে, এটা আবার মেয়েটার বড় বোন(ম্যারীড) আমার এক বন্ধুর মাধ্যমে আমাকে খবর পাঠাইছে আর যোগাযোগ করতে বলছে...
তারপর আমরা আবার কথা বলা শুরু করলাম, এভাবে চলতে লাগলো......
কয়েকদিন আগে মেয়েটা কথা বলার সময় ওর আব্বুর হাতে ধরা খেয়ে গেছে, উনি ওরে মারছে আর আমার ফ্যামিলী এর নামে অনেক আজেবাজে কথা পুরা এলাকায় ওনার লোকদের দিয়ে ছড়াই দিছে, আর আমাকে বলছে আমি আর একবার যোগাযোগ করলে উনি আমাকে হয়তো মেরে ফেলবে, না হয় কোনো মামলায় পুলিশে দিবে, না হয় আমার বাসায় আগুন লাগিয়ে দিবে....
আর মেয়েটা আমাকে বলতেছে আমি যোগাযোগ না করলে ও সুইসাইড করবেই(আমি জানি ও সত্যিই করবে)....
আমার আম্মু আর আপুরাও বাসায় সারাক্ষন কান্নাকাটি করে
আর আমি হয়তো সুইসাইড করুম না, কিন্তু আমিও ওরে সত্যি অনেক ভালোবাসি।
বি: দ্র: উপরে আল্লাহ সাক্ষি আছে আমাদের সম্পর্কটা খুবই পবিত্র, আর আমি সত্যি অনেক হতাশায় ভুগছি, এখন আমি কি করবো?

No comments